প্রথম পর্বের প্রচার শেষ বিহারে

 ২৮ অক্টোবর বুধবার বিহারে প্রথম পর্বের ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাহুল গান্ধি এই প্রচারে এসেছিলেন। ১৬টি জেলার ৭১ টি কেন্দ্রে নির্বাচন। ১০৬৬জন প্রার্থী এবং প্রায় ২২ লক্ষ ভোটা। সোমবার প্রথম পর্বের ভোটের প্রচার শেষ হল। টানটান উত্তেজনা রয়েছে এবারের বিহার ভোট। মূলত তিন গোষ্ঠীর মধ্যেই লড়াই। নীতিশ-বিজেপি জোট NDA এবং রাহুল-তেজস্বীর মহাজোট এবং প্রয়াত রামবিলাস পাসোয়ান পুত্র চিরাগের তৃতীয় শক্তি। প্রাথমিকভাবে প্রচারে নীতিশ কুমার এগিয়ে শুরু করলেও টক্কর দিচ্ছে লালুপুত্রও। এখন প্রশ্ন কতটা ভোটকাটুয়া চিরাগের লোক জনশক্তি ভোট কাটে তার উপরই নির্ভর করবে ২৪৩ আসনের বিহার |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post