প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা কার্লটন চ্যাপম্যান

মাত্র ৪৯ বছরেই চলে গেলেন ময়দানের দাপুটে ফুটবলার কার্লটন চ্যাপম্যান। লাল-হলুদ জার্সি গায়ে ক্লাবকে বহু সম্মান ও ট্রফি এনে দিয়েছিলেন তিনি। দীর্ঘদিন জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ইস্টবেঙ্গল ও জেসিটির হয়ে বহুবার জাতীয় লিগ জিতেছিলেন চ্যাপম্যান। কিন্তু সকলকে কাঁদিয়ে মাত্র ৪৯ বছরেই প্রয়াত হলেন প্রতিভাধর এই উইঙ্গার। সোমবার ভোরে বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চ্যাপম্যানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতা ময়দানে শোকের ছায়া নেমে আসে। চ্যাপম্যান ৫টি মরশুম ইস্টবেঙ্গলের জার্সিতে ময়দান কাঁপিয়েছিলেন।

 

লাল-হলুদ জার্সিতে এশিয়ান কাপ উইনার্স কাপে হ্যাটট্রিকও করেছেন। ইস্টবেঙ্গলকে এনে দিয়েছিলেন জাতীয় লিগ। আশিয়ান জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। ইস্টবেঙ্গল ছাড়াও পাঞ্জাবের দল জেসিটির হয়ে খেলেছেন তিন মরশুম। এই সময়টাই জেসিটির স্বপ্নের দৌঁড় ছিল। আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়াকে দিয়ে অসংখ্য গোল করিয়েছিলেন চ্যাপম্যান। সেসময় জাতীয় লিগ সহ মোট ১৪টি ট্রফি জিতেছিল জেসিটি। প্রায় এক দশক, ১৯৯১-২০০১ দেশের জার্সিতে দাপিয়ে ফুটবল খেলেছেন তিনি। অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের। খেলা থেকে অবসর নিয়ে কোচিংয়ে মন দেন উত্তর-পূর্বের এই ফুটবলার। টাটা ফুটবল অ্যাকাডেমি, ভবানিপুর, রয়্যাল ওয়াহিংডো, রয়্যাল রেঞ্জার্সের মতো উত্তর-পূর্বের ক্লাবগুলিতে চুটিয়ে কোচিং করাচ্ছিলেন। ফলে চ্যাপম্যানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ কলকাতা তথা দেশের ফুটবল মহল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post