কলকাতায় দুটি স্পা-র আড়লেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে রাসবিহারী অ্যাভিনিউ এবং রফি আহমেদ কিদওয়াই রোডের দুটি স্পা-তে হানা দেয় কলকাতা এসটিএফ। শনিবার রাতে এই অভিযানেই পর্দাফাঁস হয় এই মধুচক্রের রমরমা কারবারের। দুটি স্পা থেকে মোট ১৬ জনকে গ্রেফতার করছে এসটিএফ এবং গোয়েন্দা পুলিশের যৌথ দল। লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রথমে হানা দেওয়া হয়েছিল রাসবিহারী অ্যাভিনিউয়ে। এখান থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে একজন বাংলা টিভি সিরিয়ালের এক পরিচিত অভিনেতাও রয়েছেন। তিনি নাকি ক্রেতা হিসেবেই ওই স্পা-তে গিয়েছিলেন। এছাড়া ওই স্পা-র মালিক, ম্যানেজার সহ দুজন কর্মচারিকেও গ্রেফতার করেছে পুলিশ। এই স্পা থেকে ৮ জন মহিলাকে উদ্ধার করেছে গোয়েন্দারা।
রাসবিহারীর এই স্পা-র আড়ালেই চলছিল মধুচক্র
তাঁদের সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছে গোয়েন্দারা। এই মহিলাদের কোথা থেকে আনা হয়েছে, বা তাঁদের কোথায় পাচার করা হত সেটা নিয়ে বিস্তারিত তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। অপরদিকে রফি আহমেদ কিদওয়াই রোডের অন্য একটি স্পা-তে হানা দেয় গোয়েন্দারা। সেখান থেকে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন ক্রেতা ছিলেন। পাশাপাশি এই স্পা থেকে মোট ৭ জন মহিলাকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সূত্রের খবর, এই দুটি স্পা-তে কাজের নাম করে মহিলাদের এনে মধুচক্রের আসর বসাতেন কয়েকজন। এছাড়া মহিলাদের ভিনরাজ্যেও পাচার করার অভিযোগ উঠছে। সবমিলিয়ে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। রবিবারই তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। স্পা-র আড়ালে এই মহিলা পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত সেটা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শহর কলকাতায় এই ধরণের মধুচক্র নিয়ে বেশ কয়েকদিন আগেই খবর আসে গোয়েন্দাদের কাছে। এরপরই নজর রাখা হচ্ছিল ওই দুটি স্পায়ের ওপর। অবশেষে নিশ্চিত হয়েই শনিবার রাতে আচমকা হানা দেয় এসটিএফ এবং গোয়েন্দা পুলিশের যৌথ দল।
Post a Comment
Thank You for your important feedback