করোনায় মৃতদের ৭০ ভাগই পুরুষ। বাকি ৩০ ভাগ মহিলা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশভূষণ জানিয়েছেন, মোট ১,০৯,৮৫৬ মৃতের মধ্যে পুরুষ ৭৬,৮৯৯ জন। সবথেকে বেশি মারা গিয়েছেন মহারাষ্ট্রে। তারপরই তামিলনাডু। কর্নাটক, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে মৃত্যু তারপরই। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের ৪৫ শতাংশই ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে। ৬০ বা তার বেশি বয়সীদের মধ্যে মৃতদের শতকরা হার ৫৩। ২৬ থেকে ৪৪ বছরের মধ্যে মৃত্যুর হার ১০ শতাংশ। ১৩ শতাংশের কো-মরবিডিটি ছিল। এছাড়া, জানা গিয়েছে, ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষার হার দেশের গড়ের থেকে বেশি। সেসব রাজ্যে পজিটিভিটর হারও কম।
Post a Comment
Thank You for your important feedback