আয়কর দাখিলের সময়সীমা বেড়ে ৩১ ডিসেম্বর

আয়কর রিটার্ন দাখিল করার মেয়াদ করোনা পরিস্থিতির জন্য আবার বাড়ানো হয়েছে। ২০১৯-’২০ অর্থবর্ষের জন্য আয়করের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ এখন হয়েছে ৩১ ডিসেম্বর। শনিবার আয়কর দফতর একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে সব করদাতার অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন রয়েছে, তাঁদের ক্ষেত্রে আগামী ৩১ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ১ লক্ষ টাকা পর্যন্ত ‘সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স’ দেওয়ার সময়সীমাও বেড়ে হয়েছে আগামী বছরের ৩১ জানুয়ারি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি এর আগে চারবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে।প্রথমে ৩১ মার্চের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপরে তা একমাস বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। তারপর ৩০ সেপ্টেম্বর এবং চতুর্থবারে সময়সীমা আরও বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অথবা বিশেষ অভ্যন্তরীণ লেনদেনে যুক্ত করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষদিন ছিল ৩০ নভেম্বর।। তাঁদের রিটার্ন জমা দেওয়ার শেষদিন ৩১ জানুয়ারি, ২০২১ করা হয়েছে। পাশাপাশি, ট্যাক্স অডিট রিপোর্ট এবং আন্তর্জাতিক ও নির্দিষ্ট ঘরোয়া লেনদেন সংক্রান্ত বিভিন্ন অডিট রিপোর্ট জমা দেওয়ার দিন পিছিয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post