গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হলেন ৭৮,৫২৪ জন। মারা গেলেন ৯৭১ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত ৬৮ লাখও ছাড়িয়ে গিয়েছে। মোট সংক্রমিত এখন ৬৮,৩৫,৬৫৬ জন। সুস্থ হয়েছেন ৫৮,২৭,৭০৫ জন। মোট মৃত্যু ১,০৫,৫২৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, পরপর পাঁচদিন মৃত্যুর সংখ্যা ১ হাজারের কম। বুধবারের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে অ্যাক্টিভ কেস ১৪ লাখ ৮০ হাজার। অন্ধ্রে তা কমে হয়েছে ৫০ হাজারেরও কম। এখন মাত্র তিনটি রাজ্যে অ্যাক্টিভ কেস ৫০ হাজারের বেশি অ্যাক্টিভ কেস, মহারাষ্ট্র, কর্নাটক ও কেরল। এই প্রথম কেরেল একদিনে ১০ হাজারের বেশি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। কেরলে মোট আক্রান্ত আড়াই লাখেরও বেশি। এখন দেশে প্রতি দশলাখে ৬০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback