আটমাস পর চালু হচ্ছে ভারত-বাংলাদেশ বিমান চলাচল

দীর্ঘ আটমাস পর ভারত-বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ শুরু হতে চলেছে। উৎসবের মরশুমেই এই পরিষেবা শুরু হওয়ায় খুশির হাওয়া দুদেশের মানুষের মধ্যে। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় ভারত সরকার সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেয়। এবার ফের আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে দু’দেশের উড়ান। জানা গিয়েছে, সপ্তাহে মোট ২৮টি করে বিমান বাংলাদেশ থেকে ভারতে আসবে এবং উড়ে যাবে। যাবতীয় করোনা সুরক্ষাবিধি মেনেই শুরু হবে প্রতিবেশী দু’দেশের বিমান চলাচল। করোনা আবহে বিমান পরিষেবা বন্ধের পরই দাবি উঠেছিল বাংলাদেশে আটকে পড়া পড়ুয়া ও কর্মরতদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার।সেই মতো বন্দে ভারত প্রকল্পের অধীনে বেশ কয়েকটি উড়ান চালিয়েছিল ভারত সরকার। ভারত থেকে স্পাইসজেট, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এবং গোএয়ার- বিমানসংস্থার ফ্লাইট যাতায়াত করবে। বাংলাদেশ থেকে আসবে ইউএস-বাংলা, নভো এয়ার ফ্লাইট এবং বাংলাদেশ এয়ারলাইন্সের মতো সংস্থা। ঢাকা-কলকাতা, ঢাকা-দিল্লি, ঢাকা-চেন্নাই রুটে চলবে বিমানগুলি। ভারতে আসার জন্য রোগীদের সঙ্গে তিনজন করে পরিজন আসতে পারবেন নতুন নিয়মে। তবে প্রত্যেক বিমানযাত্রীকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post