বিশ্ব ক্ষুধার তালিকায় নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার থেকেও অনেক পিছনে ভারত। ১০৭টি দেশের মধ্যে ভারত ৯৪ নম্বরে। রোয়ান্ডা, আফগানিস্তান, লাইবেরিয়া ও চাঁদের মতো বিশ্বের কেবল ১৩টি দেশের অবস্থা ভারতের থেকে খারাপ। ৩১টি দেশে ক্ষুধার পরিস্থিতি গুরুতর। গতবারও ভারত ছিল ১১৭ দেশের মধ্যে ১০২ নম্বরে। কনসার্ন ওয়াল্ডওয়াইড এবং ওয়েল্থহাঙ্গারহিলফের যৌথ সমীক্ষায় এই তালিকা তৈরি করা হয়েছে। তারা গোটা দুনিয়ায় নাগরিকদের ক্ষুধার স্তর মেপে দেখে। তাদের হিসেবে, প্রায় ৬ কোটি ৯০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। ভারতের ক্ষুধার পরিস্থিতকে তারা গুরুতর বলে বর্ণনা করেছে। দক্ষিণ এশিয়ায় শিশুদের থমকে যাওয়া শারীরিক বৃদ্ধি চিন্তাজনক বলেও জানিয়েছে তারা। শিশুদের পুষ্টিকর খাদ্যের অভাব, মায়েদের শিক্ষার অভাব ও গার্হস্থ্য দারিদ্রই এর কারণ। ভারতে পাঁচবছরের কম শিশুদের মৃত্যুর হার কম।
Post a Comment
Thank You for your important feedback