দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ৭৩,২৭২ জন। মারা গেলেন ৯২৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,৭৯,৪২৪ জন। মোট মৃত্যু ১,০৭,৪১৬। অ্যাক্টিভ কেস ৮,৮৩,১৮৫। সুস্থ হয়েছেন ৫৯,৮৮,৮২৩ জন। এদিকে, ৯ সেপ্টেম্বরের পর থেকে এই প্রথম অ্যাক্টিভ কেস ৯ লাখের নীচে নেমেছে। ধারাবাহিকভাবে কমছে অ্যাক্টিভ কেসের হার। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ৮,৫৭,৯৮,৬৯৮টি। শুক্রবার নমুনা পরীক্ষা হয়েছে ১১,৬৪,০১৮টি। এরই পাশাপাশি বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৬৮ লাখ ছুঁয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখেরও বেশি। মৃতের সংখ্যাও ১০,৬৬,৮০০-রও বেশি। সবথেকে বেশি আক্রান্ত আমেরিকায়, ৭৬,৬০,১২৩ জন এবং মৃত মোট ২,১৩,৫৮৮ জন।
Post a Comment
Thank You for your important feedback