দেশে করোনায় সংক্রমণ এবার ৬৬ লাখও পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪,৪৪২ জন, মারা গিয়েছেন ৯০৩ জন। মোট সংক্রমিত এখন ৬৬,২৩,৮১৬ জন। মোট মৃত ১,০২,৬৮৫ জন। সুস্থ হয়েছেন ৫৫,৮৬,৭০৪ জন। অ্যাক্টিভ কেস ৯,৩৪,৪২৭। অন্যদিকে, রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, সেপ্টেম্বরেই করোনা সংক্রমণ শীর্ষ পেরিয়ে গিয়েছে।
কেননা, গত এক সপ্তাহে দৈনিক সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমছে। তবে মাসিক রিপোর্টে তারা সতর্ক করেছে, করোনা মোটেই চলে যায়নি। সংক্রমণের হার কমায় অর্থনৈতিক কাজকর্ম শুরু করা যেতে পারে। সেপ্টেম্বরের ১৭ থেকে ৩০ পর্যন্ত ১৪ দিনে সংক্রমণ ৯৩ হাজার থেকে কমে হয়েছে ৮৩ হাজার। দৈনিক নমুনা পরীক্ষাও ১ লাখ ১৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৪০ হাজার।
Post a Comment
Thank You for your important feedback