আটক চিনা সেনাকে প্রোটোকল মেনে ফেরাল ভারত

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এক চিনা সৈন্য। তাকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। গত ১৯ অক্টোবর ভারতীয় সীমায় ঢুকে পড়া ওই চিনা সেনা জওয়ানকে জেরা চালোনোর পর অবশেষে তাঁকে নিজের দেশে ফেরত পাঠাল ভারত। এর আগে চিনের জাতীয় প্রতিরক্ষামন্ত্রক সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছিল, হারানো একটি চমরি গাইকে খুঁজতে বেরিয়ে ১৮ অক্টোবর সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান এক সৈনিক।তাঁকে খোঁজার জন্য ভারতীয় সেনাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। ভারত জবাবে জানিয়েছিল, চিনের এক জওয়ানকে খুঁজে পাওয়া গিয়েছে। তাঁর মেডিকেল পরীক্ষানিরীক্ষার পর তাঁকে চিনা সেনার হাতে তুলে দেওয়া হবে। ওই চৈনিক জওয়ানের নাম করপোরাল ওয়াং ইয়া লং। পূর্ব লাদাখের ডেমচক এলাকায় ঢুকে পড়েন তিনি। মঙ্গলবার রাতেই সমস্ত কূটনৈতিক ও সামরিক প্রটোকল মেনে চুশুল-মলডো এলাকায় পিপলস লিবারেশন আর্মির হাতে ওই চিনা জওয়ানকে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মে মাস থেকে লাদাখ সীমান্তে চলা দু দেশের মধ্যে তীব্র চাপানউতোরের মধ্যেই ঘটে এই ঘটনা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post