আফ্রিকার মোজাম্বিক-কে রেল ইঞ্জিন বিক্রি করবে ভারত

আফ্রিকার দেশ মোজাম্বিকের রেলব্যবস্থার উন্নতিতে এবার ডিজেল ইঞ্জিন রফতানি করবে ভারত। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার দেশের অর্থনীতিকে আরও সূদৃঢ় করতে এবার রেল ইঞ্জিন রফতানি করতে চলেছে তাঁরা। মূলত আফ্রিকা ও এশিয়ার অনুন্নত দেশগুলিকেই টার্গেট করে সস্তার রেল ইঞ্জিন ও রেলের কামরা বিক্রি করতে চায় ভারত। সেইমতো আফ্রিকার দেশ মোজাম্বিকের সঙ্গে চুক্তিও পাকা হয়েছে। জাতীয় পরিবহণ সংস্থার তরফে জানা যাচ্ছে, মোজাম্বিকের জন্য ডিজেল লোকো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বেঙ্গালুরুর রেল হুইল ফ্যাক্টারি থেকে উন্নত মানের ৯০টি চাকা (Wheel) ও ৪৫টি অ্যাক্সেল (axles) পাঠানো হয়েছে বারাণসীর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসে। সেখানেই তৈরি করা হবে ইঞ্জিনগুলি।

কয়েকমাসের মধ্যেই জাহাজে চাপিয়ে সেগুলি পাঠিয়ে দেওয়া হবে আফ্রিকার দেশ মোজাম্বিকে। এই ইঞ্জিনগুলি (WDM3D) যাত্রীবাহী ও পণ্য পরিবহনের জন্য মালগাড়িতেও ব্যবহার করা যায়। ৩০০০ এইচপি ডিজেল রেল ইঞ্জিনগুলি ১২০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম বলে জানিয়েছে রেল। প্রত্যেকটি ইঞ্জিনেই মাইক্রো প্রসেসর প্রযুক্তি ব্যবহার করা হবে। উল্লেখ্য, গত ঈদের আগেই পড়শি দেশ বাংলাদেশকে ১০টি ডিজেল লোকোমোটিভ উপহার দিয়েছিল ভারত। এরপর বাংলাদেশও ভারত থেকে রেল ইঞ্জিন কিনতে আগ্রহ প্রকাশ করে। সূত্রের খবর, খুব শীঘ্রই বাংলাদেশকে রেল ইঞ্জিনের বরাত দেবে ভারত। আরেক পড়শি দেশ শ্রীলঙ্কাকে এর আগে ইঞ্জিন ও ট্রেন-সেট (DMU Trains) বিক্রি করেছে ভারত। এবার আফ্রিকার বাজারে পা রাখতে চলেছে দেশের অন্যতম পরিবহণ সংস্থা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post