IPL 2020, ফিনিশার ধোনি কী ফিনিশ?

ফিনিশার ধোনি কী ফিনিশ হয়ে গেলেন? শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করছিল চেন্নাই সুপার কিংস। ক্রিজে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর রান তাড়ায় তাঁর ওপরে ভরসা করেন বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমী। কিন্তু ফের ব্যর্থ হলেন ধোনি, ব্যর্থ হল চেন্নাই সুপার কিংস। ফলে চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক করে ফেলল তাঁরা। অপরদিকে সাত রানে ম্যাচ জিতে লিগ টেবিলে চারে উঠল হায়দরাবাদ এবং টেবিলের সবচেয়ে নীচে রয়ে গেল ধোনির চেন্নাই। এদিনের ম্যাচে ধোনিকে দেখে পরিস্কার বোঝা গেল বয়েসের ভার অনেকটাই বেড়েছে তাঁর। এক রানকে দুরানে পরিনত করতে মরিয়া চেষ্টাও করলেন। কিন্তু দমে ঘাটতি দেখা দিল। ক্রিজে হাঁপাতেও দেখা গিয়েছে ধোনিকে। শটেও ছিলনা ধোনি সূলভ জোর। টাইমিংয়েও ঘাটতি হচ্ছিল এদিন। ফলে ৩৫ বলে ৪৭ রান করলেন মাত্র ১টি ছয় ও ৪টি বাউন্ডারির সৌজন্যে।
অপরাজিত থাকলেন তবুও ফিনিস করতে পারলেন না ধোনি। এই ঘটনা ক্রিকেট বিশ্বে আগে কেউ দেখেছে কিনা মনে করতে পারছেন না। যদিও এই ম্যাচে একটি রেকর্ড করলেন তিনি। সুরেশ রায়নাকে টপকে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। সুরেশ রায়না ১৯৩ ম্যাচ খেলেছেন, ধোনি এদিন ১৯৪ ম্যাচে মাঠে নামলেন। সব ঠিক থাকলে এবারের আইপিএলে ২০০ ম্যাচের মাইলস্টোনও ছুঁয়ে ফেলবেন এমএস।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। জনি বেয়ারস্টোকে তিন নম্বর বলেই ক্লিন বোল্ড করে দেন দীপক চাহার। এরপর ডেভিড ওয়ার্নার (২৮), মনীশ পাণ্ডে (২৯) রান করে কিছুটা ভালো অবস্থায় নিয়ে যায় দলকে। পরের দিকে দুই তরুণ ব্যাটসম্যান প্রিয়ম গর্গ (৫১) ও অভিষেক শর্মা (৩১) হায়দরাবাদকে পৌঁছে দেয় ১৬৪ রানে। এই রান চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপের কাছে কিছুই না। তবুও হারল চেন্নাই। রবীন্দ্র জাদেজা (৫০) ও ধোনি (৪৭) শেষ চেষ্টা করেও বিফল হলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানেই থামল চেন্নাইয়ের ইনিংস। সানরাইজার্স হায়দরাবাদ জিতল ৭ রানে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post