প্রেসিডেন্সি জেলের সুপারকে অবিলম্বে সরিয়ে দিতে নির্দেশ দিল পূর্ব মেদিনীপুরের জেলা আদালত। আদালতের বিচারক মৌ চট্টোপাধ্যায় পিনকন মামলায় কড়া সমালোচনা করেছেন জেল সুপারের। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তিনি বর্তমান জেল সুপারের বদলে কোনও সৎ ও সাহসী অফিসারকে নিয়োগ করতে বলেছেন। যদি তারা তা না করতে পারে, তবে আদালতই যোগ্য লোককে পাঠিয়ে দেবে। ১০ দিনের মধ্যে এনিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতকে। মঙ্গলবার তাঁর রায়ে বিচারপতি বলেছেন, পিনকন মালিক মনোরঞ্জন রায়ের স্ত্রীকে পালাতে সাহায্য করা হয়েছে। হাসপাতালে অবৈধভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে আর্থিক অপরাধে দোষী পিনকন চিটফান্ডের মালিক মনোরঞ্জন রায়কে।
মনোরঞ্জনের চিকিৎসক ও পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জেলে থাকাকালীন মনোরঞ্জন রায়ের অসুস্থতার সঠিক তথ্য নিয়ে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। মনোরঞ্জনের চিকিৎসায় যুক্ত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধেও তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতার নেতাজিনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী মৌসুমী রায় সহ আটজনকে সোমবারই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback