২০২১ বিধানসভা নির্বাচনই যে পাখির চোখ বিজেপির সেটা আরও একবার বুঝিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবারই তিনি দিল্লি থেকে বাগডোগরা আসেন একদিনের উত্তরবঙ্গ সফরে। এদিন সকালেই তাঁকে বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানান, বিজেপির শীর্ষনেতা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় সহ কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক সহ উত্তরবঙ্গের বিজেপি নেতারা। উত্তরবঙ্গের প্রাণের মানুষ ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেই এই সফর শুরু করেন জেপি নাড্ডা। এরপরই তিনি যান আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে। সেখানে পুজোর দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কাটান তিনি। তারপর রওনা দেন সেবক রোডের একটি হোটেলে। সেখানেই তিনি উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছেন।
সূত্রের খবর, এই সফরে দলীয় কার্যকর্তা এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলা ভাষাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তাঁর ভাষণের বয়ান লিখতে সাহায্য করেছেন আরেক কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রচারের পাল্টা হিসেবে বাংলা ভাষায় জনসংযোগের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি আলোচনা করেন উত্তরবঙ্গের বিভিন্ন বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে। তাঁদের কাছ থেকে অভাব, অভিযোগ শুনবেন তিনি। পুজোর পরই বিজেপি পুরোদমে প্রচারে নেমে পড়তে চাইছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষের সমস্যা ও অভিযোগ বুঝে নিয়ে সেইমতো প্রয়োজনীয় রণকৌশল স্থির করতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইদিক থেকে দেখলে এদিনের নাড্ডার সফর অনেক তাৎপর্যপূর্ণ।
Post a Comment
Thank You for your important feedback