হাসপাতাল থেকে ছাড়া পেলেন কপিল

এখন পুরো সুস্থ ক্রিকেট কিংবদন্তি কপিল দেব। হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশনের দুদিন পর রবিবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করেন ৬১ বছরের কপিল। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হেল রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন।তাঁর টিমমেট চেতন শর্মা টুইটে জানিয়েছেন, কপিল ভালো আছেন। হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় কপিলের সেরা কৃতিত্ব। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন তিনি। ৫২৪৮ রান করেছেন, উইকেট নিয়েছেন ৪৩৪টি। ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন। কমেন্টেটর হিসেবেও কাজ করেছেন তিনি।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم