বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের ভূমিষ্ট হওয়ার অপেক্ষায়। তিনি তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি নো মেকআপ লুক ছবি পোস্ট করেছেন। ‘গর্ভাবস্থার পাঁচ মাস, কাফতান পর্ব চলছে’, ছবি পোস্ট করে লিখেছেন করিনা। ক্লান্ত দুপুরে, চেকড্ কাফতান পড়ে একটা টাইট বান করেছেন চুলে, এবং মাথার উপর থাকা বাঁহাতে বিয়ের আংটি, যা সকলের নজর কাড়ছে। এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ২ লাখের বেশি মানুষ লাইক করে ফেলেছেন ইতিমধ্যে। করিনা ফ্যানেরা তাঁর এই রূপে মুগ্ধ। সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বেবোকে । করিনা তাঁর তিন বছরের পুত্র তৈমুর ও স্বামী সইফ আলি খানকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন। অন্ত:সত্তা হওয়ার পরও কাজ থেকে বিরতি নেননি বেবো, তাঁর পরবর্তী ছবি লাল সিং চাড্ডার শ্যুটিংয়ে এই মুহূর্তে ব্যস্ত তিনি।
5 months and going strong! Kareena posts a new selfie on Instagram pic.twitter.com/jkfWv6QhIH
— Kareena Kapoor Khan (@KareenaK_FC) October 3, 2020
Post a Comment
Thank You for your important feedback