প্রথম দুই ম্যাচে তিনি মাঠে ছিলেন না। কিন্তু দলের তৃতীয় ম্যাচেই কিং খান পৌঁছে গেলেন দুবাই। কলকাতা নাইট রাইডার্সের মালিককে কাছে পেয়ে জ্বলে উঠলেন নাইটরা। দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে দুরমুশ করেই শাহরুখের কেকেআর জিতে আইপিএলে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল। নাইটরা জিতল ৩৭ রানে। এই কলকাতা নাইট রাইডার্সের মূল শক্তি ভারতীয় যুব দলের তিন তরুণ ক্রিকেটার। তাঁরা হলেন শুভমন গিল, শিভম মাভি এবং কমলেশ নাগারকোটি। প্রথমজন কেকেআর ব্যাটিংয়ে ভরসা জোগাচ্ছেন। শেষের দুজন বোলিংয়ে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মূলত এই তিন তরুণ প্রতিভার পারফর্মেন্সে ভর করেই জিতল কলকাতা।
WATCH - Pacers special: Mavi + Nagarkoti
No better sight than seeing two young pacers doing the job for #KKR. Watch this video capsule for their 4 wickets that helped KKR's win over #RR.https://t.co/KDXlZprHcr #Dream11IPL — IndianPremierLeague (@IPL) September 30, 2020
বুধবার প্রথমে ব্যাট করে কলকাতা করে ১৭৪ রান। শুভমন গিল করেন ৩৪ বলে ৪৭ রান। সুনীল নারাইন (১৫), নিতীশ রানা (২২), আন্দ্রে রাসেল (২৪) এবং ইয়ন মর্গ্যান (৩৪) রান পেয়েছেন। ফলে সম্মানজনক স্কোরে শেষ করে কেকেআর। এবার দায়িত্ব ছিল বোলারদের কাঁধে। সেটা ভালোভাবেই সম্পন্ন করে বোলাররা। তরুণ বোলার শিভম মাভি, কমলেশ নাগারকোটি এবং বরুন চক্রবর্তী দুটি করে উইকেট তুলে নিয়েছেন। সুনীল নারাইন, কুলদীপ যাদব ও প্যাট কামিন্সও একটি করে উইকেট পেয়েছেন। ফলে শক্তিশালি রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপ কলকাতার সামনে দাঁড়াতেই পারেনি এদিন। তবে অজি পেসার টম কুরেন শেষের দিকে ৩৬ বলে ৫৪ রানের ইনিংস না খেলে দিলে আরও লজ্জার হার অপেক্ষা করছিল রাজস্থান রয়্যালসের জন্য। আর আগাগোড়া স্টেডিয়ামে বসে দলের খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন কিং খান। এদিন তাঁর স্টাইল স্টেটমেন্টও যথেষ্ট প্রশংশা কুঁড়িয়েছে নেটিজেনদের কাছে।
Post a Comment
Thank You for your important feedback