বিগত কয়েকমাস ধরে কাশ্মীর উপত্যাকায় চলছে পরপর এনকাউন্টার। শনিবার সারাদিনে কাশ্মীরের দুটি এনকাউন্টারের ঘটনা ঘটল। যাতে চার সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। এরমধ্যে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথম এনকাউন্টারটি হয় দক্ষিণ কাশ্মীরের কুলগামে। সেখানে সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশ ও সেনার যৌথবাহিনীর সংঘর্ষে দু’জন সন্ত্রাসবাদী নিহত হয়। তাঁরা লস্কর-ই-তৈবার সদস্য বলে জানিয়েছে পুলিশ। অপর ঘটনাটি হয়েছে পুলওয়ামায়। লেখানে লস্করের শীর্ষ কমান্ডার নাজির ভাট সহ আরও একজন লস্কর জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পেরেছে নিরাপত্তাবাহিনী। ফলে রবিবার সকালেও চলছে তল্লাশি অভিযান।
LeT’s top commander Zahid Nazir Bhat @ Zahid Tiger killed in today’s #encounter at #Pulwama. A big success for Police & SFs. @JmuKmrPolice https://t.co/NvtMiNrvnl
— Kashmir Zone Police (@KashmirPolice) October 10, 2020
পুলিশ ও সেনার বিশাল বাহিনী টহল দিচ্ছে পুলওয়ামা সহ আশেপাশের এলাকায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে ওই দুটি এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথবাহিনী। নিহত চার জঙ্গির পরিচয় প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। তাঁরা হলেন, কারিক আহমদ মীর যিনি কুলগামের বাসিন্দা, পাকিস্তানি নাগরিক সমীর ভাই উসমান, লস্করের শীর্ষ কমান্ডার নাজির ভাট। ঘটনাস্থল থেকে একটি এম ফোর রাইফেল ও একটি পিস্তল সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
Post a Comment
Thank You for your important feedback