সোমবার দুপুরে ভয়াবহ আগুন লাগার ঘটনা উত্তর কলকাতার চিৎপুরের নয়াপট্টিতে। একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে একে একে পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন। কিন্তু ঘটনাস্থল ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রন করতে ঘাম ছুটছে। এদিন দুপুর ১টা নাগাদ ওই প্লাস্টিক কারখানায় ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দাহ্য পদার্থে ঠাসা থাকায় আগুন দ্রুতই ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে প্রথমে সেখানে পাঠানো হয় দমকলের ৮টি ইঞ্জিন। পরবর্তী সময়ে আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনার কাজ চালাচ্ছে। ওই কারখানার আশেপাশে অনেকগুলি কারখানা রয়েছে। ফলে আগুন যাতে অন্যগুলিতে ছড়িয়ে না পড়ে তার জন্য আপ্রাণ লড়াই চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুনের ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন চিৎপুর নয়াপট্টির বাসিন্দারা। তবে কীভাবে আগুন লাগল সেটা জানাতে পারেনি দমকল। কেউ ওই কারখানায় আটকে পড়েছিলেন কিনা সেটাও জানা যায়নি। প্রায় সাড়ে তিন ঘন্টা পরও নিয়ন্ত্রনে আসেনি আগুন।
Post a Comment
Thank You for your important feedback