ফরাসি ওপেনে ম্যাচ গড়াপেটার তদন্তে নামল পুলিশ। সন্দেহ,মহিলাদের একটি ডাবলসের ম্যাচে গড়াপেটা হয়েছে। প্রথম রাউন্ডের ম্যাচে অল্প পরিচিতদের নিয়ে হয়েছিল সেই ম্যাচটি। ৩০ সেপ্টেম্বর রোমানিয়ান জুটি আন্দ্রেয়া মিতু এবং প্যাট্রিসিয়া মারিয়া তিগ সেই ম্যাচে খেলেছিলেন রাশিয়ার ইয়ানা সিজিকোভা এবং আমেরিকার ম্যাডিসন ব্রেঙ্গেল। পঞ্চম গেমের দ্বিতীয় সেটে সিজিকোভা দুটি ডবল ফল্ট করেন। লাভ-এ জেতেন রোমানিয়ান জুড়ি। সংবাদমাধ্যেম জানাচ্ছে, বড় অঙ্কের অর্থর বাজি ধরা হয়েছিল রোমানিয়ানদের জেতার ওপর। রোমানিয়ানরা ৭-৬, ৬-৪ সেটে ম্যাচটি জেতেন। তদন্তকারীরা মনে করেছেন, সংগঠিতভাবে এই জালিয়াতি হয়েছে। তবে ফ্রান্সের বেটিং বাজারের সঙ্গে এর যোগ নেই। উল্লেখ্য, গত জানুয়ারিতে ম্যাচ গড়াপেটার জন্য জোয়াও সুজা নামে এক টেনিস প্লেয়ারকে ২ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছিল। তাঁকে আজীবন টেনিস থেকে নির্বাসিত করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback