হবে না হবে না করেও শেষমাসে পুজোর বাজারটি জমছে যদিও গত বছরগুলোর থেকে কম কিন্তু বিক্রিবাট্টা হচ্ছে শাড়ি,জামাকাপড়ের সাথে মাস্কের বিক্রি চলেছে। করোনা আবহে প্রথম মাস্ক বিক্রি শুরু করে ওষুধের দোকানগুলি তারপরই ফুটপাথ। হালফ্যাশনের শাড়ি জামাকাপড় বাজারে আসছে। কিন্তু সবথেকে মজার বিষয় শাড়ি বা জামাকাপড়ের সাথে ম্যাচ করা মাস্ক কিনছে মানুষ। ডোরাকাটা শাড়ির সাথে ঠিক ওই রকম মাস্ক। দোকানিরা জানাচ্ছেন, আড়ত থেকে কাপড় আনার আগেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছে ম্যাচিং মাস্কের। শাড়ির সাথে মিলিয়ে মাস্ক কেনার পর বালিগঞ্জের রণিতা ঘোষ জানালেন, এরপর এটাই তো ভবিষ্যৎ অতএব ...।
Post a Comment
Thank You for your important feedback