ভিড়ের ধাক্কায় বন্ধ মথুরার মন্দির

 

দরজা খোলার দুদিনের মধ্যেই অনির্দিষ্টকালে জন্য বন্ধ হয়ে গেল বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দির। লকডাউনে টানা সাতমাস বন্ধ থাকার পর শনিবার নবরাত্রির প্রথম দিনে মন্দির খুলেছিল। প্রথম দিনেই পুজো দিতে কম করেও ২৫ হাজার ভক্ত জড়ো হন মম্দিরে। কর্তৃপক্ষ জানিয়েছিল, দিনে মাত্র ৪০০ লোককে ঢুকতে দেওয়া হবে। সকাল আটটা থেকে বারোটা ২০০ এবং সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা ২০০ লোকের প্রবেশাধিকার থাকবে। মন্দিরে আসার জন্য আগে থেকে অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। কিন্তু এত বেশি ভক্ত এসেছিলেন, তা সামাল দিতে হিমসিম খেতে হয় কর্তৃপক্ষকে। কোনও শারীরিক দূরত্ব মানা সম্ভব হয়নি। শেষে পুলিশ ডাকতে হয়। তারপরই মন্দির বন্ধ করার সিদ্ধান্ত হয়। সুদূর চণ্ডীগড়, গুজরাতে, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান থেকেও ভক্তেরা মথুরায় এসেছিলেন। এখন অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা ঠিক করার কাজ চলছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post