মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয়ের বিরুদ্ধে ৩৮ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের হল মুম্বই পুলিশের কাছে। তাঁর বিরুদ্ধে ওই মহিলা ধর্ষণ ও প্রতারণার অভিযোগে জানিয়েছেন। বৃহস্পতিবার ওসিয়ারা থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। মহিলা জানিয়েছেন, ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মহাক্ষয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেইসময় তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তখন তিনি ২০১৫ সালে অন্ধেরি ওয়েস্টের আদর্শনগরে মহাক্ষয়ের কেনা ফ্ল্যাটেও গিয়েছিলেন। তখন মহাক্ষয় তাঁকে ঘুমের ওষুধ মেশানো সফট ড্রিক খাইয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি যখন গর্ভবতী হয়ে পড়েন, তখন মহাক্ষয় গর্ভপাত করাতে বলেছিলেন। তখন তিনি তাঁকে বিয়ের কথা বললেও মহাক্ষয় শোনেননি। তাঁর মা যোগীতা বালিও তাঁকে হুমকি দিয়েছিলেন। তিনি ২০১৮ সালে দিল্লিতে মহাক্ষয়. যোগীতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। দিল্লির আদালত মহাক্ষয় ও যোগীতাকে আগাম জামিন দিয়েছিল। এবছরের মার্চে দিল্লি হাইকোর্ট তাঁকে আদালতে অভিযোগ দায়ের করতে বলে। সেইমতো তিনি এবছরের জুলাইয়ে ওসিয়ারা থানায় অভিযোগ করেন। বলিউডের দুটি ফিল্মে অভিনয় করেছিলেন মহাক্ষয়।
Post a Comment
Thank You for your important feedback