করোনা আবহের মধ্যেও নিউ নর্মালে এক এক করে খুলছে সবই। আগামী ১৫ অক্টোবর খুলে যাচ্ছে দেশের সব সিনেমাহলগুলি। ১৫ অক্টোবর সিনেমাহল গুলি খোলার দিনই ফের মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পি এম মোদী’। ২০১৯ সালের ২৪ মে মুক্তি পেয়েছিল এই বায়োপিকটি। উমঙ্গ কুমারের পরিচালনায় এই ছবিতে মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। বিবেক ছাড়াও ছিলেন বোমান ইরানি, মনোজ যোশী, জারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্তর মতো তারকারা। গতবছর মুক্তি পাওয়া ছবিটি আবার কেন রিলিজ করল তার সঠিক কারণ জানা যায়নি।
Post a Comment
Thank You for your important feedback