এবার কমেন্ট্রি বক্সে ধোনি

 

২০১৯ বিশ্বকাপ থেকেই ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনি | ফিনিশার হিসাবে তো বটেই, কোনো স্থানে ভালো ব্যাট করতে পারছেন না তিনি। অধিনায়ক হিসাবেও ডাহা ফেল। আসলে এবারের IPL এ চেন্নাই দলটিই খুব দুর্বল, বয়স্ক খেলোয়াড়ে ভর্তি। একের পর এক ম্যাচ হারছে ধোনির দল। সোমবার তাদের পরের ম্যাচ। হয়ে গেলে আরও তিনটি ম্যাচ এবং সব ম্যাচ জিততে হবে যেটা এই ফর্মের চেন্নাই সুপার কিংসের পক্ষে কঠিন। একইসাথে ধোনিকে বাকি সব ম্যাচে বড়ো রান করতে হবে।১৫ আগস্ট IPL ছাড়া সব ধরনে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহি | এরপর তবে কী? ধোনি ঘনিষ্ঠদের অনেকেই বলছেন, বিশ্বকাপ সহ বহু ট্রফি ধোনির ঝোলায় সুতরাং কোনও দলের কোচ হতেই পারেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে, তাঁর ইচ্ছা কমেন্ট্রি বক্সে যাওয়ার। তিনি সুবক্তা , ইংরেজি হিন্দি দুটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। সুতরাং আগামীদিনে সুনীল গাভাসকরের সঙ্গী হওয়ার সম্ভাবনাই বেশি এবং ২০২১ থেকেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post