শহরে বহুতলে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার। মারা গিয়েছে ১৪ বছরের এক কিশোরও। জানা গিয়েছে, বাড়িটিতে আগুন লাগার পর ওই বৃদ্ধা নিজের ঘরের শৌচাগারের ভিতরে আটকে পড়েছিলেন। রাতেই তাঁর দেহ উদ্ধার হয়। বৃদ্ধার পরিচয় গভীর রাত পর্যন্ত জানা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। বহুতলের একটি ফ্ল্যাট থেকে পড়ে গুরুতর জখম হয় এক কিশোর। পরে তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মধ্য কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ওই আটতলা বাড়িতে আগুন লাগে। মনে করা হচ্ছে, একতলার মিটার বক্স থেকে আগুন ছড়ায়। দমকলকর্মীরা ওই বাড়ির ছাদে আটকে পড়া লোকজনকে উদ্ধার করার সময় ওই কিশোর নীচে পড়ে যায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দমকলকর্মীদের সঙ্গে হাইড্রলিক ল্যাডারে উদ্ধার করেন অধিকাংশ বাসিন্দাদের। ছ’তলা বাড়িটিতে ৫০-৬০ জন আবাসিক থাকেন। কিছু অফিসও রয়েছে। শনিবার সকালে আগুন আয়ত্তে এসেছে বলে জানিয়েছেন দমকল।
Post a Comment
Thank You for your important feedback