কঙ্গনার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

 

 ধর্মীয় বিভেদ ছড়ানোর অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের করার নির্দেশ দিল মুম্বইয়ের বান্দ্রা আদালত। লাগাতার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করেছেন, ধর্মের ভিত্তিতে সাধারণ মানুষের মনে বিদ্বেষ ছড়াচ্ছেন বলে এক কাস্টিং ডিরেকটরের আবেদনের ভিত্তিতে এই আদেশ দিয়েছে আদালত। আবেদনকারী আশরাফআলি সৈয়দ কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলি চান্দেলের বৈদ্যুতিন মাধ্যমে বেশকিছু মন্তব্য তুলে ধরে বলেছেন, তাঁরা সুপরিচিত। তাই তাঁদের মন্তব্য সুদূরপ্রসারী। সেগুলির বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা প্রয়োজন। কঙ্গনা হিন্দু এও মুসলিম অভিনেতাদের মধ্যে বিরোধ তৈরি করতে চাইছেন। তিনি মুম্বই পুরসভাকে বাবর সেনা বলেছেন। পালঘরে সাধুদের পিটিয়ে মারা নিয়েও তিনি সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। কঙ্গনা বলিউডের লোকজনকে স্বজনপোষণকারী, মাদকাসক্ত, খুনি, সাম্প্রদায়িক বলে অনবরত মন্তব্য করে চলেছেন।

1 Comments

Thank You for your important feedback

  1. আরও একটা মামলা বাড়বে, কিন্তু কাজের কাজ কিছুই হবে কি আদৌ?

    ReplyDelete

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post