বিহারে প্রচারের ঝড় তুলতে ভরসা মোদি

 

আজ থেকে বিহারে শুরু নবরাত্র। তাই এই দিনটিকে কেন্দ্র করে আসন্ন বিহার বিধানসভার প্রচার শুরু করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার একদিকে বিজেপি-নীতীশের জোট, অন্যদিকে কংগ্রেস-আর জে ডি জোট। এছাড়া ছোট দলগুলো দুই পক্ষে ভাগাভাগি, রয়েছে প্রয়াত রামবিলাসের পুত্র চিরাগের একক লড়াই।জানা যাচ্ছে, নরেন্দ্র মোদির প্রচারের উপরেই ভরসা রাখছে সরকারি দল। পর্যবেক্ষকরা বলছেন, যে কোনওভাবেই হোক নীতীশের দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর আসনে থাকার জন্য জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। সেই কারণে তাঁর নিজের দলও চাইছে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ প্রচারে আসুন। মোদি রাজিও হয়েছেন। তিনি প্রচার শুরু করবেন দুর্গা অষ্টমী থেকে| প্রথমে সাসারাম তারপর গয়া, ভাগলপুর। প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী উত্তর পূর্ব বিহারের আরারিয়াতে। মোট ২৪টি কেন্দ্রে প্রচারের ঝড় তুলতে চায় বিজেপি নীতীশ জোট|

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post