সমীক্ষায় বিহারে এগিয়ে NDA

ওপিনিয়ন পোল বা এক্সিট পোল অনেক সময়ে মেলে, আবার ভোটের ফল অনেক সময় এই ধরণের সমীক্ষাকে বোকা বানিয়ে দেয়। ২০১৫-র সমীক্ষা কিন্তু ত্রুটিপূর্ণ ছিল বলেই শোনা যায়। এবছর বিভিন্ন সংস্থা ওপিনিয়ন পোল করেছে এবং তারা নীতিশ নেতৃত্বাধীন NDA-কে কিছুটা এগিয়ে রাখছে। তারা বলছে ২৪৩ আসনের মধ্যে NDA পেতে পারে ১৩৩ থেকে ১৪০ আসন অন্যদিকে লালু / কংগ্রেস জোট পেতে পারে ৮৭ থেকে ৯৭টি আসন। এবং প্রায় সমান সমান | প্রশ্ন তবে কি নীতীশের জনপ্রিয়তা কমল? মনে করা হচ্ছে, মোদির জনপ্রিয়তার জন্যই ফের ক্ষমতায় আসতে পারে নীতিশ জোট। সে ক্ষেত্রে নীতীশের জনপ্রিয়তা কমছে। এর আরেকটি কারণ "ভোট কাটু" চিরাগ পাসোয়ানের ভূমিকা। চিরাগ সর্বত্র প্রচার করছেন. তাঁর দল এবং বিজেপিকে ভোট দিতে। অন্যদিকে কংগ্রেস-তেজস্বী জোটের ভোটার শতাংশ বাড়ছে। ২০১৯-এর লোকসভার ২৭ শতাংশ থেকে বেড়ে ভোট ৩২ শতাংশ হয়েছে। কিন্তু কংগ্রেস এবং বাম দলগুলোর অবস্থা খুবই খারাপ, বলছে ওই সমীক্ষা। এবার ভোটের পালা, দেখার বিষয় মোদি ক্যার্রিশমা নাকি লালুর সেন্টিমেন্ট, কোনটা কাজ করে ভোট যুদ্ধে | 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post