লাল-হলুদ জনতার প্রতীক্ষার অবসান, অবশেষে ভারতের মাটিতে পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন তারকা কোচ রবি ফাওলার। শুক্রবার সকালেই তিনি মুম্বই বিমানবন্দরে নামেন। তবে ভারতে পৌঁছলেও আপাতত কলকাতায় পদার্পণ হচ্ছে না এই ব্রিটিশ কোচের। মুম্বই থেকেই সরাসরি গোয়া উড়ে যাবেন তিনি। সেখানেই আইএসএল-এর জন্য প্রস্তুতি শিবির করছে ইস্টবেঙ্গল দল। সূত্রের খবর, আপাতত গোয়ায় অনুশীলণের জন্য ২০ জন দেশীয় ফুটবলারকে পাঠাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা।এরমধ্যে বাংলার থেকে রয়েছেন দেবজিত মজুমদার, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, মহম্মদ রফিক, শঙ্কর রায়রা। ভিনরাজ্যের ফুটবলারদের মধ্যে রয়েছেন জেজে, বলবন্ত সিং, লিংডো ও মিরশাদরা। জানা যাচ্ছে, গোয়া পৌঁছে কোচ, সাপর্ট স্টাফ সহ ফুটবলারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপরই শুরু হবে অনুশীলণ। অপরদিকে ক্লাব সূত্রে খবর, স্কট নেভিল, অ্যান্থনি পিলকিংটন, ড্যানিয়েল ফক্সের পর এবার অ্যারন আমাদিকে সই করাল ইস্টবেঙ্গল। এএফসি-তে ক্লাবের নতুন নাম ও লোগো নথিভুক্ত হলেই সমস্ত ফুটবলারদের তালিকা প্রকাশ করবে এসসি ইস্টবেঙ্গল।
Post a Comment
Thank You for your important feedback