১০ই অক্টোবর দর্শকদের জন্য নতুন ভাবে মুক্তি পেয়েছে গেন্দা ফুল মিউজিক ভিডিয়ো। বিখ্যাত তবলচি বিক্রম ঘোষ নতুন আঙ্গিকে পরিবেশন করলেন এই জনপ্রিয় পল্লিগীতি। এই মিউজিকের ভিডিও পরিচালনা করেছেন অরিন্দম শীল। রতন কাহার স্বকন্ঠে গেয়েছেন এই গান। গলা মিলিয়েছেন ইমন চক্রবর্তী। এতে দেখা যাবে অভিনেত্রী দেবলীনাকে কুমারকে। ভিডিওতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও বাদশাকেও। বাংলার জনপ্রিয় আঞ্চলিক গান বড়লোকের বিটি লো নিজের অ্যালবামে ব্যবহার করেছিলেন বাদশা। রতন কাহারকে কৃতিত্ব না দেওয়ার ফলে চরম বিতর্ক তৈরি হয় এ নিয়ে। ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। পরে অবশ্য রতন কাহারের নাম উল্লেখ করেন তিনি। এবার সেই রতন কাহারকে কেন্দ্র করে পুজোর আগে নতুন রূপে সেজে উঠল গাঁদা ফুল। এটি ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গেই ১০ ঘন্টায় ২ লক্ষ মানুষ দেখেও ফেলেছেন, উচ্ছ্বসিত বিক্রম ঘোষ নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন সেকথা।
Post a Comment
Thank You for your important feedback