২৫ বছর আগে কলকাতায় শেষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হিসাবে উদ্বোধন হয়েছিল মহাত্মা গান্ধি রোড স্টেশনের। আর ২৫ বছর পর ফের কলকাতা পেতে চলেছে নতুন ঝাঁ চকচকে এক ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। আগামী রবিবারই ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন হতে চলেছে। এটিই ইস্ট-ওয়েস্ট রুটের প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন হয়ে গেলে সেটি হবে কলকাতার ১৬তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। তবে রবিবার উদ্বোধন হলেও যাত্রীদের জন্য খোলা হবে সোমবার। ওইদিনই সেক্টর ফাইভ থেকে মেট্রো চলবে ফুলবাগান পর্যন্ত। ফুলবাগানে যাত্রীদের নামিয়ে দিলেও ট্র্যাক পরিবর্তণ করতে ট্রেনগুলিকে যেতে হবে শিয়ালদা পর্যন্ত। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা মেট্রো স্টেশনের কাজ পুরোপুরি শেষ হয়নি, তাই এখনই চালু করা যাচ্ছে না শিয়ালদা পর্যন্ত ট্রেন। সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে কলকাতার মোট মেট্রো পথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে ৩৫ কিলোমিটার।
Post a Comment
Thank You for your important feedback