একমাসের ব্যবধানে ফের অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। এবার তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতেই তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, গত মাসেই তাঁকে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে তাঁকে এসএসকেএমে ভর্তি হতে হয়েছিলেন। যদিও কয়েকদিনের চিকিৎসায় তিনি সেরে উঠেছিলেন। কয়েকদিন ধরে সামান্য করোনা উপসর্গ থাকায় তিনি সোয়াব টেস্ট করান। শনিবারই সেই রিপোর্ট পজিটিভ আসে। হাই প্রেসার, সুগারের মতো কো-মরবিডিটি থাকায় রাতেই হাসপাতালে ভর্তি হন নির্মল মাঝি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, শুক্রবারই নির্মল মাঝি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে অংশ নিয়েছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ মেডিক্যালের অনেক শিক্ষক-চিকিৎসকরা। পরদিনই শ্রম প্রতিমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাঝি করোনা আক্রান্ত হওয়ায় এরা প্রত্যেকেই চিন্তিত। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্যভবন।
Post a Comment
Thank You for your important feedback