চতুর্থীতে পুজোমণ্ডপে বসছে ব্যারিকেড, পঞ্চমীতে শুনানি

 সোমবারই কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায়ে জানায়, এবার দুর্গাপুজো মণ্ডপে দর্শকদের ‘নো এন্ট্রি’। কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসবে উপচে পড়ে ভিড়। কিন্তু এবার করোনা আবহে যা মোটেই কাম্য নয়, বারবার সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাই এবার দর্শকশূন্য পুজো হোক বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মহা চতুর্থী, অন্যবার চতুর্থীর সকাল থেকেই কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলিতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। কিন্তু চলতি বছরে হাইকোর্টের রায় মেনে পুজোমণ্ডপের সামনে ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে। যদিও পুজো কমিটিগুলি এখন তাকিয়ে রয়েছে ফোরাম ফর দুর্গোৎসবের হাইকোর্টে দায়ের করা সোমবারের রায়ের রিভিউ পিটিশনের দিকে। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, এই রিভিউ পিটিশন গ্রহণ করেছে হাইকোর্ট। শুনানি হবে বুধবার অর্থাৎ মহাপঞ্চমীর দিন। 

এরজন্য সবপক্ষকে নোটিশ দিয়ে আগামীকাল হাইকোর্টে আসতে বলা হয়েছে। ফোরাম ফর দুর্গোৎসবের তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিগত তিনমাস ধরে ভাবনাচিন্তার পর মণ্ডপে রাখা হয়েছে একাধিক প্রবেশ এবং প্রস্থান পথ। সেই পথের প্রস্থও রাখা হয়েছে অনেক চওড়া। কিন্তু এত আয়োজনের পর যদি দর্শকই না আসেন তবে কী লাভ? তাই মাকে দেখতে না পেলে পুজো হবে কেমন করে, এই বক্তব্যকে সামনে রেখেই হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে ফোরাম ফর দুর্গোৎসব। পঞ্চমীতেই শুনানি হবে জরুরি ভিত্তিতে। এবার কী রায় দেয় হাইকোর্ট, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post