জলকামান থেকে ছোঁড়া রঙিন জলে কোনও রাসায়নিক ছিল না। দাবি করেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গোটা বিশ্বেই ছত্রভঙ্গ করার পর বিক্ষোভকারীদের চিহ্নিত করতেই এই রঙিন জল ব্যবহার করা হয়ে থাকে। পরে কোনওরকম আইনি ব্যবস্থা নেওয়ার সুবিধার জন্যই এটা করা হয়ে থাকে। বৃহস্পতিবার বিজেপির নবান্ন চলো অভিযানে পুলিশ রঙিন জল ব্যবহার করে। তারপরই বিজেপির পক্ষ থেকে তা নিয়ে অভিযোগ করা হয়। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, আমাকে বলা হয়েছে, ওই জলে রাসায়নিক মেশানো ছিল। তাই লোকে অসুস্থ হয়ে বমি করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, বাম আমলের থেকেও এই আমলে অত্যাচার বেশি হচ্ছে। বিরোধীদের ওপর রাজনৈতিক হিংসা চালানো হচ্ছে। মমতার নেতৃত্বে বাংলা জ্বলছে। আলাপনবাবু জানান, মিছিলে হিংসাত্মক ঘটনার প্রমাণ মিলেছে। কলকাতা পুলিশ ৮৯ এবং হাওড়া পুলিশ ২৪ জনকে আটক করেছে। কিছু পুলিশকর্মী আহত হয়েছেন। বিজেপি জানিয়েছিল, তারা একাধি জমায়েত করবে। প্রত্যেক জমায়েত হবে ২৫ হাজার লোককে নিয়ে। লকডাউন আইনে তা হত পরিহাস।
Post a Comment
Thank You for your important feedback