শিক্ষকদের বদলি এবার অনলাইনে

 

চাপের মুখে এবার শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার বা বদলির বিধি সরল করেছে রাজ্য শিক্ষা দফতর। এবার থেকে মিউচুয়াল ট্রান্সফারে আর হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে না শিক্ষকদের। গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন বিধিতে বদলির জন্য আর লাগবে না প্রধান শিক্ষকের নো অবজেকশন সার্টিফিকেট (NOC)। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিন স্তরের শিক্ষকরাই এই নতুন বিধিতে উপকৃত হবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, এবার থেকে শিক্ষকদের বদলির আবেদন জানাতে হবে অনলাইনে। আবেদনের জন্য দিতে হবে না কোনও টাকা। শিক্ষা দফতরের পোর্টালেই দেখা যাবে কোথায় কত আসন খালি রয়েছে। সেই মতো আবেদন করতে পারবেন শিক্ষকরা। দূরবর্তী স্থানে শিক্ষাকতা করা শিক্ষকদের নিজের জেলা বা পার্শ্ববর্তী জেলায় নিয়ে আসাই লক্ষ্য শিক্ষা দফতরের দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। অনেক সময় শিক্ষকদের বদলির আদেশ থাকলেও ওই স্কুলের প্রধান শিক্ষকের NOC না থাকায় পছন্দের স্কুলে যেতে পারতেন না। এবার সেই ঝামেলা আর থাকল না। পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। উল্লেখ্য, শিক্ষকদের বদলি নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসোন্তোষ ছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই অসোন্তোষ প্রশমিত করতেই উদ্যোগী হল তৃণমূল সরকার। এমনটাই অভিমত রাজনৈতিক শিবিরের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post