বাদ রইল বৃদ্ধাশ্রম

কারুর বয়স ৭০ কারুর ৯০, জীবনের সব স্বাদ আল্হাদকে ভুলেই গিয়েছেন ওঁরা। বহির্জগতের সাথে সম্পর্ক প্রায় নেই। ছেলেমেয়েরা ওঁদের খবর রাখে না। তবু বহু সমাজসেবী সংস্থা প্রতি বছর এদের অনেকেই নিয়ে যান বিভিন্ন পুজোমণ্ডপে, ওইটুকুই থাকে নানা বয়সের মানুষের সাথে একটু মেলামেশা। এ বছর তাও বাদ। " কে যাবি পাড়ে ওগো তোরা কে, আমি তরী নিয়ে বসে আছি যদি কিনারে" রবি ঠাকুরের গানের চরিত্র এঁরাই। যাঁরা জানেন আগামী পুজোয় থাকব কিনা তার ঠিক নেই। করোনার ভয় এঁদের অন্তত নেই কারণ যেতে হবেই ওপারে। আজ বিজয়া দশমীর দিন কন্যা উমাকে তাঁরা চোখ বুঁজে ডেকে বলে " আবার আসিস মা, বেঁচে থাকলে যাবো একবার| নইলে উপরেই দেখা হবে"।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post