নবমীতে কামারহাটিকে ওষুধের দোকানে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

নবমীর সকালেই উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক ওষুধের দোকানে বিস্ফেরণ। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবুও পুজোর মধ্যেই এই বিস্ফেরণে কামারহাটি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাগটি দোকানের ভিতরেই ছিল। আচমকা সেটাতে বিস্ফোরণ হয়। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে বিকিকিনির মধ্যেই আচমকা বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা তোলা চেয়ে ওই ওষুধের ব্যবসায়ীকে হুমকি দিচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। গত বুধবার রাতেই তোলা চেয়ে শেষ ফোন আসে দুষ্কৃতীদলের কাছ থেকে।অনুমান পরদিন তাঁদেরই কেউ ক্রেতা সেজে ওই দোকানে বোমার ব্যাগটি রেখে চম্পট দেয়। দোকানের মালিকের দাবি, এদিন একজন মাত্র ১০ টাকার ওষুধ কিনে ১০০ টাকার নোট দেন। খুচরো না থাকায় তিনি ফিরে যান। 


 


কিছু সময় পরই বিকট শব্দে ফেটে যায় বোমাটি। যদিও বেলঘরিয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ এবং দোকানদারের কললিস্ট ধরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহত হয়নি কারণ দোকানে সে সময় কোনও ক্রেতা ছিলেন না। তবে দোকানের সমস্ত কাঁচ ও প্রচুর ওষুধ নষ্ট হয়ে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন দোকানের মালিক।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم