বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর আগামী বছরই বাংলায় বিধানসভা ভোট যুদ্ধ। তাই দুর্গাপুজোকেই প্রচারের হাতিয়ার করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর আগামীকালই রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। কিন্তু তার থেকেও বড় খবর হল এবার একটি দুর্গাপুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তিনি এরজন্য রাজ্যে আসছেন না, দিল্লি থেকেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন। আগেই ঠিক ছিল ষষ্ঠীর দিন বাংলার আমজনতার উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এবার জানা গেল তিনি একটি পুজো উদ্বোধনও করবেন। কিন্তু কোন পুজোর সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রীর হাতে? রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে অনেক ঝাড়াই-বাছাইয়ের পর খুঁজে পাওয়া গিয়েছে একটি পুজো। ঠিক হয়েছে সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে পুজোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারই সেখানে গিয়েছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। উল্লেখ্য, এই করোনা আবহে দুর্গাপুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এটাকেই হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার পাল্টা চাল দিল বিজেপি। দলের দুই হেভিওয়েট শীর্ষনেতা দুর্গাপুজো উদ্বোধন করিয়ে রাজ্যবাসীকে বার্তা দিতে চাইছে রাজ্য বিজেপি।
Post a Comment
Thank You for your important feedback