মণীশের দেহ নিয়ে রাজভবনে বিজেপি, পথেই আটকাল পুলিশ, ব্যাপক বিক্ষোভ ধর্মতলায়

নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার দেহ ময়নাতদন্তের পর সোমবার সন্ধেয় নিয়ে যাওয়া হয় রাজভবনের দিকে। মাঝপথেই নিউ মার্কেটের সামনে তাদের আটকায় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় উত্তেজনা। চলে তর্কাতর্কি। ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ যেতে অনুমতি দেয়নি। এই গোলমালে অবরুদ্ধ হয়ে পড়ে এসএন ব্যানার্জি রোড। আটকে যায়া ধর্মতলার যানবাহন। বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, তাঁরা সিবিআই তদন্তের দাবিতে রাজভবনে যেতে চান। রাজ্যপালের সঙ্গেও কথা হয় অর্জুনের। পরে মণীশের বাবা সহ চারজনকে রাজভবনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। ভিতরে যান অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত।

তার আগে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় এনআরএসে। সেখানে হাসপাতালের সামনে জড়ো হওয়া বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। ময়নাতদন্তে দেরির অভিযোগ তোলেন তাঁরা। সেখানে ছিলেন বিজেপির নেতারাও। জানা গিয়েছে, মণীশের দেহে সাতটি বুলেট রয়েছে। তার মাথায় ছিল তিনটি গুলি। দুই নম্বর বুলেটটি মাঝখানে আটকে আছে, যার জেরেই মৃত্যু হয়েছে। দেহে অন্য আঘাতের চিহ্ন বিশেষ নেই। বহু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকার এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এদিনই সিআইডির গোয়েন্দারা ঘটনাস্থল ঘুরে দেখেন। বিজেপির দাবি, সিবিআই তদন্ত করাতে হবে। এই দাবি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও দেখা করেন বিজেপির নেতা কৈলাশ বিজয়বর্গীয়

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post