রণক্ষেত্র NJP স্টেশন, রাজনৈতিক সংঘর্ষ থামাতে পুলিশের লাঠিচার্জ

 

নিউ জলপাইগুড়ি স্টেশনে অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল স্টেশন চত্বর। ঘটনায় রাজনৈতিক রং লাগায় পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে বাঁশ-লাঠি-রড নিয়ে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হয়েছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছে দুপক্ষের কমপক্ষে ছয়জন। তাঁদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কমবেশি জখম হয়েছেন বহু। সূত্রের খবর, সম্প্রতি নিউ জলপাইগুড়ি স্টেশনে অস্থায়ী কর্মী নিয়োগের টেন্ডার পান এক বিজেপি নেতা। তিনি ৪০ জনকে নিয়োগও করেন।শুক্রবার সকালে তাঁরা কাজে যোগ দিতে গেলে পুরোনোদের কাছে বাধা পান। এরপরই বচসা থেকে সংঘর্ষের সুত্রপাত। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এনজিপি স্টেশন ও সংলগ্ন এলাকা। ভাঙচুর করা হয় আইএনটিটিইউসি’র অফিসে। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আরপিএফ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি অস্থায়ী কর্মীদের তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই থেকেই শাসকদলের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে গোলমাল চলছিল। এদিন তারই বহিঃপ্রকাশ হল বলেই মনে করছেন স্থানীয় মানুষজন। অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকা থমথমে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post