হাথরসে ঢোকার মুখে তৃণমূল সাংসদদের আটকাল উত্তরপ্রদেশ পুলিশ

গতকালই কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধি ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধিকে হাতরাসে ঢুকতে দেয়নি উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার তারা আটকে দিল তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিনিধিদলকে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, হাথরসে নির্যাতিতার গ্রামে ঢোকার ১ কিলোমিটার আগেই তাঁদের প্রতিনিধি দলকে আটকে দিয়েছে পুলিশ। এই দলে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর। নেতৃত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজ্যের শাসকদলের তরফে আরও জানানো হয়েছে, দিল্লি থেকে তৃণমূল সাংসদরা প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে চলে গিয়েছিল হাথরসে। কিন্তু গ্রামে ঢোকার কিছুটা আগেই তাঁদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তার ওপরেই বসে পড়েন তৃণমূলের মহিলা সাংসদরা। উল্লেখ্য, বৃহস্পতিবারই গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের উপরেই আটকে দেওয়া হয় কংগ্রেসের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি সহ রণদীপ সুরজেওয়ালা, কে সি বেণুগোপাল, অধীর চৌধুরীদের। উত্তরপ্রদেশ পুলিশ প্রথমে তাঁদের গ্রেফতার করে, পরে বিকেলের দিকে তাঁদের দিল্লি ফেরত পাঠিয়ে দেওয়া হয়।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post