আজ মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সকালেই টুইট করে জানান " তাঁর জীবন ও ত্যাগের চিন্তাধারা, জানা দরকার"। তিনি টুইটে গান্ধিজিকে 'বাপু' বলে সম্বোধন করেন। তিনি বলেন "আমরা মাথা নতো করি বাপুকে গান্ধীজয়ন্তীতে। তাঁর জীবন ও ত্যাগের চিন্তাকে আরও জানতে হবে। বাপুর চিন্তাধারা আমাদের তৈরি করবে উন্নত ও স্বকীয়ধারার ভারতকে এগিয়ে নিতে"|
We bow to beloved Bapu on Gandhi Jayanti. There is much to learn from his life and noble thoughts. May Bapu’s ideals keep guiding us in creating a prosperous and compassionate India. pic.twitter.com/wCe4DkU9aI
— Narendra Modi (@narendramodi) October 2, 2020
President Kovind paid homage to Mahatma Gandhi at Rajghat on #GandhiJayanti pic.twitter.com/CKhSUPJ7wK
— President of India (@rashtrapatibhvn) October 2, 2020
Post a Comment
Thank You for your important feedback