গান্ধিজির জন্মদিনে শ্রদ্ধা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

 

আজ মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সকালেই টুইট করে জানান " তাঁর জীবন ও ত্যাগের চিন্তাধারা, জানা দরকার"। তিনি টুইটে গান্ধিজিকে 'বাপু' বলে সম্বোধন করেন। তিনি বলেন "আমরা মাথা নতো করি বাপুকে গান্ধীজয়ন্তীতে। তাঁর জীবন ও ত্যাগের চিন্তাকে আরও জানতে হবে। বাপুর চিন্তাধারা আমাদের তৈরি করবে উন্নত ও স্বকীয়ধারার ভারতকে এগিয়ে নিতে"|

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post