জেলে আত্মহত্যা কয়েদির। তার সুইসাইড নোট পাওয়া গেল তার পেটের ভিতর। এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। নাসিক সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন ৩২ বছরের আসগর আলি মনসুরি। গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। তার সুইসাইড নোটে মনসুরি জেলেরই এক কর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন। মনসুরির ময়নাতদন্তের সময় তার পেট থেকে উদ্ধার হয়েছে পলিথিনে মোড়া সেই কাগজ। খুনের আসামি মনসুরির দেহ উদ্ধার হয় ৭ অক্টোবর। তাতে লেখা সে ওয়ার্ডেনের পদ পেলেও তাকে সেই কাজ করতে দেওয়া হত না। জানা গিয়েছে, মনসুরি লেখাপড়া জানত না। তাই তার হয়ে অন্য কেউ নোটটি লিখেছে বলে পুলিশ মনে করছে। জেলের বাকি বন্দিরা জেলকর্মীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছে।
Post a Comment
Thank You for your important feedback