পুজোর ম্যাগাজিন পড়ার লোক কই?

বই পড়ার অভ্যাস আজকালকার যুবসমাজে নেই বললে ভুল হবে, অবশ্যই আছে। কিন্তু তা হল পাঠ্যপুস্তক। গল্পের বই বা পূজাসংখ্যা পড়ার অভ্যাস প্রায় বিদায় নিয়েছে। একসময় তারাশঙ্কর থেকে সমরেশ বসু কিংবা সুনীল, সমরেশ, শীর্ষেন্দু, মুজতবা সিরাজ থেকে সত্যজিৎ রায়ের ফেলুদা বা শঙ্কুর উপন্যাস না পড়লে বাঙালি জাতে উঠত না। স্বাভাবিক, রবি ঠাকুরের রাজ্যে সাহিত্যচর্চায় মন না থাকলে সমাজে মান থাকত না।কিন্তু সেসব স্বর্ণযুগের কথা তখন যেমন সাহিত্য তেমন গান, নৃত্য, নাটক, সিনেমা সর্বত্রই বাংলা তথা বাঙালি ভারতের সংস্কৃতির পীঠস্থান ছিল। আজ শারদীয়া সংখ্যার পত্রিকার পাঠক আর পাওয়া যাচ্ছে না। এখন মানুষের সময় কাটে টিভি দেখে এবং আরও এক ধাপ এগিয়ে সোশাল নেটওয়ার্ককে সঙ্গী করে। জ্ঞানবৃদ্ধির মন মানিসিকতার মাধ্যম আজ হাতের মুঠোয় চলে এসেছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post