কেন্দ্রের সংশোধনী খারিজ করে নিজের কৃষিবিল পাশ পাঞ্জাবে

 

কেন্দ্রের কৃষি আইনের সংশোধনী খারিজ করে মঙ্গলবার প্রস্তাব গ্রহণ করল পাঞ্জাব বিধানসভা। কেন্দ্রের তিনটি সংশোধনী আইন খারিজ করে তার বদলে নিজেদের বিল আনা হয়েছে বিধানসভায়। পাঁচঘণ্টা বিতর্কের পর চারটি কৃষিবিল সর্বসম্মতভাবে পাশ হয়েছে। বিজেপি বিতর্কে ছিল না। সংশোধিত কৃষি আইনের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে পাঞ্জাব, হরিয়ানায়। সংবিধানের ২৫৪ (২) ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় আইনকে পাশ কাটিয়ে এই প্রস্তাবের জন্য রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। তবে সংসদে পাশ হওয়ার পর রাজ্যের বিধানসভা তা খারিজ করে নিজেদের বিল আনতে পারে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। কৃষি সংবিধানের যুগ্ম তালিকায় রয়েছে। কৃষিঋণ, কৃষি বাজার ও কৃষিমেলা থেকে আয়কর, জমির সত্ত্ব, ভাড়া, হাতবদলে মতো আটটি বিষয়ে কৃষিক্ষেত্রে রাজ্য নিজেদের আইন প্রণয়ন, সংশোধন করতে পারে। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, তিনি পদের পরোয়া করেন না। কৃষকদের স্বার্থে তিনি লড়বেন। উল্লেখ্য, এনিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ারও সংস্থান রয়েছে রাজ্যের হাতে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post