উত্তরপ্রদেশের হাতরসে যাওয়ার পথে গ্রেফতার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। হাতরসে গণধর্ষিতা নিহত দলিত কিশোরীর বাড়িতে যাওয়ার জন্য দিল্লি থেকে রওনা হয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। পথেই আটকানো হয় তাঁদের। রাহুলের অভিযোগ, পুলিশ তাঁকে হেনস্থা করেছে। তাঁকে ধাক্কা মেরে লাঠি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তাঁর প্রস্ন, এদেশে শুধু নরেন্দ্র মোদিই হাঁটতে পারবেন। অন্য স্বাভাবিক মানুষ হাঁটতে পারবেন না? আমাদের গাড়ি আটকানো হয়েছিল। তাই আমরা হাঁটছিলাম। রাহুলকে মহামারী নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে উত্তরপ্রদেশ সীমান্ত পেরোলে গ্রেটার নয়ডায় রাহুল, প্রিয়াঙ্কার গাড়ি আটকে দেয় পুলিশ। সেখান থেকে হাতরস ১৪২ কিলোমিটার দূরে। সমর্থকদের নিয়ে হাঁটতে শুরু করে দেন তাঁরা। বাধা পেয়ে পথেই বসে পড়েন তাঁরা। তখনই পুলিশ গ্রেফতার করে তাঁদের। রাহুল-প্রিয়াঙ্কার হাতরস যাত্রার আগেই উত্তরপ্রদেশ প্রশাসন জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে। রাস্তায় তৈরি করে ব্যারিকেড। অন্।দিকে, হাতরসের সীমান্তে সমাজবাদী পার্টির সদস্যদেরও আটকে দেওয়া হয়। ঢুকতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকেও। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কংগ্রসেের অভিযোগ, এটা তাদের হাতরসে যেতে না দেওয়ার অজুহাত।
Post a Comment
Thank You for your important feedback