মোটা জরিমানার মুখে পড়তে হল রাজস্থান রয়ালসের ক্যাপ্টেন স্টিভ স্মিথসকে। মন্থর ওভার রেটের জন্য তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে ম্যাচে ওভারের রেট ছিল কম। সময়মতো ২০ ওভারের কোটা শেষ করতে পারেনি রাজ্যস্থান। এটাই রাজস্থানের প্রথম ত্রুটি বলে স্মিথের জরিমানা হয়েছে ১২ লাখ। মঙ্গলবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস ৫৭ রানে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়ালসকে। এই জয়ের পর মুম্বই পয়েন্ট তালিকার শীর্ষে। ৬টি ম্যাচের ৪টিতে জিতেছে তারা।
Post a Comment
Thank You for your important feedback