রাষ্ট্রপতির জন্মদিন আজ

 

ভারতের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের আজ ৭৫ তম জন্মদিন। সকল থেকেই প্রধানমন্ত্রী সহ সারাদেশের তথা বিদেশের নানান বিশিষ্ট জনের শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে। ১৯৪৫ সালের ১ অক্টোবর উত্তরপ্রদেশের পারাউখে জন্ম তাঁর। দলিত পরিবারের সদস্য হওয়া সত্বেও কারুর করুণার পাত্র না হয়ে তিনি শিক্ষার প্রতি নজর দেন বিভিন্ন ডিগ্রির সাথে আইন শিখে আদালতে প্রাকটিসও শুরু করেন। অবশ্য রাজনীনিও করেন ছাত্রজীবন থেকে। ১৯৯৪ থেকে ২০০৬ অবধি রাজ্যসভার সদস্য ছিলেন। এরপর বিহারের রাজ্যপাল হন ২০১৫ সালে। তারপরেই ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন ২০১৭-তে। রাষ্ট্রপতি আজ অবশ্য কোনও অনুঠান করবেন না করোনা আবহে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post